গরুর দাম সাড়ে ৬ লাখ, দেখতে মানুষের ভিড়
আসন্ন ঈদুল আজহায় সাড়ে ছয় লাখ টাকা দামের একটি গরু প্রস্তুত করছেন দিনাজপুরের বিরল উপজেলার আকতারুজ্জামান। গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাঁর বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।
এবার কোরবানির বাজারে গরুটি বিক্রির জন্য রাজধানী ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আকতারুজ্জামান। গত বছর গরুটি আনুমানিক প্রায় ১৮ মণ মাংস হিসেবে অনেকেই তিন লাখ টাকা দাম বলেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি বিক্রি করেননি তিনি।
উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে কৃষক আকতারুজ্জামান নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে সাড়ে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি।
গরুটির আনুমানিক ওজন ২৫ থেকে ২৮ মণ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পালনকারী। গরুটির রং কলো এবং মাথা ও পেটে সাদা তিলক রয়েছে। গরুটির আকারে প্রায় আট ফুট উঁচু ও লম্বা প্রায় ১৫ ফুট। মাথায় একটি সাদা রঙের তিলক থাকায় গরুটি দেখতে আকর্ষণীয়। উঁচু শিং নিয়ে মাথা উঁচু করে দাড়ালে গরুটি দেখতে আকর্ষণীয় হয়ে উঠে বলে দর্শনার্থীরা জানান।
আকতারুজ্জামান জানান, স্থানীয় বাজারে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার রাজধানীর কোরবানির পশুর হাটে এবং অনলাইনে গরুটির সাড়ে ছয় লাখ টাকা দাম নির্ধারণ করে ক্রেতা খুঁজছেন। ঈদুল আজহার আগে গরুটি ঢাকায় নিয়ে যাবেন বলে তিনি জানান।