গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নীলফামারীর ডিমলায় দুই কেজি গাঁজাসহ সহিদুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় খগাখড়িবাড়ি ইউনিয়নের খগাখড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ওই এলাকায়।
এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা করে পুলিশের কাছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নিজ বাড়িতে থেকে মাদকের ব্যবসা করেন।