গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল প্রবাসী যুবকের
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক এক প্রবাসীর যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হাসান আসিফ (২৭) দুবাই প্রবাসী। তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মুন্সির ভিটা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
নিহতের ভাই সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাইরুল জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্য দুবাই থেকে দেশে এসেছেন আসিফ। গত দুদিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের বাসায় ফেরার পথে মালঘর এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।