গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আ.লীগ
স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শাতে বলেছে আওয়ামী লীগ। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারণ দর্শানোর নোটিশে আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অভিযোগ করেন। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করতে শোনা গেছে বলে অভিযোগ ওঠে।