গাজীপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। মিস্টির দোকানে অভিযানের ভয় দেখিয়ে প্রতি ব্যবসায়ীর কাছ থেকে দাবি করা হয় ৫০ হাজার করে টাকা। আজ রোববার এমন সব তথ্য দিয়েছেন কালীগঞ্জ ইউএনও আস-সাদিক জামান।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ধরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর থেকে কল করে চাঁদা দাবি করা হচ্ছিল। গতকাল শনিবার বিকেলে দোলান বাজার বণিক সমিতির সভাপতি ও জামালপুর ইউপি সদস্য মান্নান মোল্লার কাছেও কল আসে। কল করে ওই ব্যক্তি নিজেকে কালীগঞ্জের ইউএনও দাবি করেন। এরপর কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিনের মোবাইল নম্বর চেয়ে নেন।
পরে মুঠোফোনে আজিম উদ্দিনের কাছ থেকে আরও ছয় ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করেন তিনি।
এরপর মিষ্টির দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার ভয় দেখিয়ে প্রতি দোকানের ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ হাজার করে টাকা চাঁদা দাবি করেন প্রতারক।
ব্যবসায়ীরা জানান, বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘটনাটি ইউনিয়ন পরিষদ চেয়াম্যানকে জানানো হয়। পরে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে এটি প্রতারকচক্রের কাজ বলে জানা যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আস-সাদিক জামান বলেন, ‘আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারকচক্র জামালপুর ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সকল দফাদার, মহল্লাদার, ওয়ার্ড মেম্বার এবং চেয়ারম্যানকে সতর্ক থাকার অনুরোধ করেছি। প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’