গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল মালামাল ও মেশিনপত্র। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ রোববার দুপুরে ওই কারখানার ওভেন সেকশন থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।