গাজীপুরে ট্রাকচাপায় অটোচালকসহ তিনজন নিহত
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা চালকসহ তিনজন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক আনিছ (৩৫)। তিনি গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় বসবাস করতেন। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আটক ট্রাকচালকের নাম আল আমিন (২৫)। তিনি টাঙ্গাইলের কালীহাতি থানার দূর্গাপুর এলাকার বাসিন্দা।
গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘোড়াশাল কারখানা থেকে সারবোঝাই করে একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। বিকেলের দিকে জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় পৌঁছায়। এ সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা হঠাৎ ডিভাইডারের ফাঁক দিয়ে উল্টো পথে চলে এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো একজন।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।