গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুরের কোনাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাক-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের বাইমাইল এলাকার সামির হোসেন (১৮) এবং একই এলাকার মুকলেছুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আবুল হাসান (১৩)।
জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, বিকেলে কোনাবাড়ী থেকে জয়দেবপুর যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি ।