গাজীপুরে পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু
গাজীপুরে বৃষ্টির পানিতে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু দুই ভাই ও বোন নিহত হয়েছে। এ সময় অপর এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ফাওকাল পূর্বপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (৮) ও ছেলে ফয়সাল আহমেদ (৫)। নিহতদের মধ্যে সুমাইয়া স্থানীয় পাঁজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহতদের বাবা রাজমিস্ত্রীর এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইমতিয়াজ হোসেন জানান, আজ দুপুর দেড়টার দিকে সুমাইয়া ও ফয়সাল অন্য দুই শিশুর সঙ্গে বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলাধুলা করে। পরে তারা গোসল করতে স্থানীয় চৌধুরীবাড়ীর পুকুরে গিয়ে নামলে সুমাইয়া, ফয়সাল ও আব্দুর রাজ্জাকের মেয়ে তোয়া (৭) পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশু মাইশার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসে। তারা পুকুরে তল্লাশি চালিয়ে তোয়াকে জীবিত অবস্থায় এবং দুই ভাই-বোন সুমাইয়া ও ফয়সালকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা নেয়।