গাজীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে আহাদ শিকদার (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাছের খামারে খেলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা যায়।
মৃত আহাদ গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন কাউলতিয়ার বাউপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
জিএমপি সদর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, মায়ের অসুস্থতার কারণে আজ সকালে নানার বাড়ি বেড়াতে আসে আহাদ। দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে স্থানীয় রুহুল আমিনের মাছের খামারে যায়। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তারা শিশুটিকে খামারের পুকুরের পানিতে ভাসতে দেখে। শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আহাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআই আল আমিন।