গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ রোববার বিকেলে কোনাবাড়ি থানার কড্ডা সেতু এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ এবং বাসন থানার নাওজোর এলাকায় পিকআপের ধাক্কায় এক নারী নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
নিহত ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল হোসেন (২২) এবং মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার সোলায়মান মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৫৫)।
জিএমপির কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে মাসুদ ও রুহুল জয়দেবপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানাধীন কড্ডা সেতু অতিক্রম করেন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করা হয়। তবে, ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে যায়।
এদিকে, আজ দুপুর ২টার দিকে বাসন থানার নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন হাজেরা বেগম। এ সময় টাঙ্গাইলগামী একটি পিকআপ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা হাজেরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।