গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার কাপাসিয়ার উরুন মধ্যপাড়া এলাকায় এবং কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহানগরীর মো. সফিউল্লাহর ছেলে আবুল কাশেম (৬৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার বরশিপুরা গ্রামের মৃত মো. হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান হাবু এবং দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন বারমাসিয়া এলাকার মণ্ডল হাজদার ছেলে মিলন হাজদা (২৫)।
নিহত ব্যক্তিদের মধ্যে মিলন নরসিংদীর পলাশ এলাকায় প্রাণ আরএফএল কারখানায় চাকরি করতেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, আজ বিকেলে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন মধ্যপাড়া এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় অটোরিকশার আরোহী আবুল কাশেম ও হাবিবুর রহমান হাবু ঘটনাস্থলেই নিহত এবং অটোরিকশাটির চালক হৃদয় (৩০), যাত্রী রমজান আলী (৫০) ও জাকারিয়া (২৯) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, আজ কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় টঙ্গী-নরসিংদী সড়কে দুমড়ে মুচড়ে পড়ে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশার ভেতর মিলন হাজদার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।