গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন আলম (১৬) নামের এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার জহির মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আখ শিমুলিয়াসোল এলাকার আব্দুস সামাদের ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঢাকা-গাজীপুর সড়ক সংলগ্ন বংশাল সিট রিপিয়ারিং নামের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করত শাহীন আলম ও তার ভাই শাহাদত হোসেন। আজ দুপুরে বৈদ্যুতিক ওয়াশিং মেশিন (স্প্রে) দিয়ে মোটরসাইকেল পরিষ্কার করছিল শাহীন। এ সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই জহিরুল।