গাজীপুরে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি
গাজীপুরের শ্রীপুরে আলামিন নামে এক ব্যবসায়ীকে (২০) অপহরণ করে তাঁর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। এ ঘটনা ঘটেছে উপজেলা গড়গড়িয়া মাস্টারবাড়ি লিচু বাগান এলাকায়
গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন আলামিন।
অপহৃত আলামিন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বিরামপুর গ্রামের মালেকের ছেলে। তিনি শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি লিচু বাগান এলাকার শাকিল ব্যাপারীর বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন শিল্প কারখানায় সাব কন্ট্রাকে ব্যবসা করতেন।
আলামিনের বাবা মালেক জানান, লিচু বাগান এলাকার নিরব ও শাহিদার সঙ্গে আলামিনের পূর্ব বিরোধ ছিল। গত ২৮ আগস্ট নিরব ও শাহিদা আল আমিনের সঙ্গে লিচু বাগান এলাকায় মারামারি করে প্রাণনাশের হুমকি দেয়। গতকাল মঙ্গলবার সকালে আলআমিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। বিকেল ৩টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল থেকে মালেকের মোবাইলে ফোন করে জানায় অজ্ঞাতনামা লোকজন তাঁকে আটক করে রেখেছে। নগদ দুই লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। এরপর আল আমিনের মোবাইলটি বন্ধ হয়ে যায়।
রাত ৯টার দিকে আলামিন পুনরায় তাঁর বাবার নাম্বারে ফোন দিয়ে জানায়, ‘অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে মারছে, টাকা না দিলে তাঁকে মেরে ফেলবে। শেষবারের মতো আমার সঙ্গে কথাবার্তা বলে নাও।’
এরপর থেকে আলামিনের বাবা তাঁর ছেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেনি। মালেক অভিযোগ করেন, নিরব ও শাহিদা তাঁকে অন্য কোনো লোকের মাধ্যমে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে থাকতে পারে। এ ঘটনায় আজ দুপুরে আলামিনের বাবা মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভিকটিমকে উদ্ধারের অভিযান চলছে।