গাজীপুরে ভাড়া গাড়ি ছিনতাইচক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গাজীপুরে বাসার মালামাল স্থানান্তরের কথা বলে ভাড়া নেওয়া গাড়ি ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া একটি পিকাআপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হাফিজুর রহমান ওরফে রানা, মো. ফিরোজ ওরফে কেরানী, এরশাদ ওরফে সাবু, আকাশ ওরফে রানা ও নয়ন মল্লিক।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, উত্তর) জাকির হাসান আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃতরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাড়া বাসার মালামাল স্থানান্তর করার কথা বলে একটি পিকআপ ভাড়া করে। রাত ২টার দিকে পিকআপটি মহানগরের কাশিমপুর তেতুইবাড়ীর সাবান ফ্যাক্টরি এলাকায় আসে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতদল চালক মো. রাকিব হোসেন ও হেলপার মো. সাদ্দাম হোসেনকে মারপিট করে ফেলে রেখে পিকআপটি নিয়ে সফিপুরের দিকে চলে যায়। কিন্তু পিকআপটি সফিপুরের কাছাকাছি পৌঁছালে গাড়ি বন্ধ হয়ে যায়। এরপর তারা পিকআপটি ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ওই রাতেই কাশিমপুর থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের ভোগড়া এবং ঢাকার গাবতলী, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকতদলকে গ্রেপ্তার করে এবং পিকআপটি জব্দ করে।