গাজীপুরে রাউডি ও সামুরাইসহ আটক ৫ কিশোর
গাজীপুরে রাউডি ও সামুরাই নামক তিনটি ধারালো অস্ত্রসহ পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা প্রত্যেকেই কিশোর অপরাধী। গতকাল শনিবার দিবাগত রাতে শহরের দক্ষিণ ছায়াবিথী আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো গাজীপুর মহানগরের সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার বাসিন্দা মো. শাকিল (১৬), একই থানাধীন ভুরুলিয়া তিন রাস্তার মোড় এলাকার মো. সাজ্জাদ রহমান সাব্বির (১৮), দক্ষিণ ছায়াবিথী এলাকার রাশেদুল আলম হৃদয় (১৬), সাজেদুল করিম চৌধুরী (১৫) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভাটিনাগড়া এলাকার ইমতিয়াজ আহমেদ (১৬)।
উপকমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী আবাসিক এলাকা থেকে পাঁচজন কিশোর অপরাধীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুইটি রাউডি ও একটি সামুরাই উদ্ধার করা হয়। তারা কোনো অপরাধ ঘটনা ঘটানোর জন্য সেখানে জড়ো হচ্ছিল। আটককৃতরা সবাই স্থানীয় কিশোর অপরাধীচক্রের সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।