গাজীপুরে লাইনচ্যুত মহুয়া এক্সপ্রেস
গাজীপুরের কাওরাইদ রেল স্টেশনে নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বেঁচে গেছেন ট্রেনের যাত্রীরা। তবে আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রেলওয়ের শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ যাচ্ছিল মহুয়া এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কাওরাইদ স্টেশনে পৌঁছে। এর পরই স্টেশন ইয়ার্ড এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
রেলের এ কর্মকর্তা আরও জানান, কাওরাইদ স্টেশন ইয়ার্ড এলাকার ২ নম্বর মেইন লাইনের নিচে কাঠের স্লিপার সরিয়ে মেরামতের কাজ চলছিল। মেরামতকারীরা (গ্যাং সদস্যরা) বিষয়টি তাঁকে জানাননি। ফলে এ দুর্ঘটনা ঘটে।
হারুন অর রশিদ জানান, এ ঘটনায় যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন।
খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।