গাজীপুরে সুতার কারখানা ও তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে সুতা তৈরির কারখানা ও তুলার গুদামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তাশারফ হোসেন জানান, আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর বাজারে মোশারফ হোসেনের তুলার গুদামে ও লেপতোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
লেপ তোষকের জন্য তুলা ভাঙানোর রিসাইক্লিং মেশিন থেকে এ আগুনের সূত্রাপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তুলা ও তৈরি লেপ-তোষকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এদিকে, আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলার পূবাইল থানাধীন কুদাব পশ্চিমপাড়া (কাজীপাড়া) এলাকায় তুলা থেকে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন টিনশেডের কারখানাসহ তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে তুলা ও উৎপাদিত সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান।