গাজীপুরে স্কুলছাত্র অপহরণ মামলায় দম্পতিসহ গ্রেপ্তার ৬
গাজীপুরে স্কুলছাত্র মো. তানভীর হোসেন সিয়াম অপহরণ মামলায় দম্পতিসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গত ২৩ জানুয়ারি সফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মো. তানভির হোসেন সিয়াম কোচিং শেষে বাড়ি ফিরছিল। পথে মহানগরের জাঝর বিশ্বরোড থেকে তাকে অপহরণ করা হয়। এর পর তাকে অজ্ঞাত স্থানে রেখে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে সিয়ামকে হত্যার হুমকি দেন তাঁরা। এর ঘটনায় সিয়ামের বাবা গাছা থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে জিএমপি ডিবির (দক্ষিণ) একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় অপহরণচক্রের সদস্য মামুনকে গ্রেপ্তার এবং অপহৃত সিয়ামকে ধান গবেষণার দক্ষিণ পাশ থেকে উদ্ধার করে। পরে মামুনের দেওয়া তথ্যমতে আন্তজেলা অপহরণচক্রের সদস্য এক দম্পতিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
ওই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা জব্দ করা হয়।