গাজীপুরে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম
সারা দেশের মতো গাজীপুরেও চলছে সরকার ঘোষিত লকডাউন। তবে এমন পরিস্থিতিতেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। তবে আগের চেয়ে বেশি সংখ্যক মানুষ এখন মাস্ক ব্যবহার করছে। মহাসড়কে সীমিত আকারে গণপরিবহণ চলছে।
আজ মঙ্গলবার শেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩৯৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৯০ জন নতুন আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন মৃত্যু আরও একজন। গাজীপুরে সর্বমোট মৃত্যু হয়েছে ১৪২ জন।
এ পর্যন্ত গাজীপুরে ৬৬ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করে মোট রোগী পাওয়া গেছে আট হাজার ১২৭ জন। এর মধ্যে পাঁচ হাজার ৩৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছে গাজীপুর সিটি করপোরেশন এলাকায়।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৩৯৩ জন। এর মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য ছাড়াও রয়েছে নানা শ্রেণি পেশার মানুষ।
স্বাস্থবিধি মেনে না চলা, মাস্ক ব্যবহার না করা এবং অসচেতনতার কারণে দিন দিন করোনা রোগী বাড়ছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কোভিট- ১৯ চিকিৎসার জন্য জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ১০০ করা হয়েছে। বাড়ানো হয়েছে অক্সিজেন সুবিধা।