গাজীপুর ও চাঁদপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপরদিকে চাঁদপুরের হাজীগঞ্জে খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা খোয়ারপাড়া এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে শিশির আহমেদ (১৩) ও একই এলাকার আলী আকবরের ছেলে আবু বক্কর শাহীন (১১)। তারা স্থানীয় মোল্লা শফি উদ্দীন একাডেমির শিক্ষার্থী ছিল।
বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশির ও শাহীন তাদের বাড়ির দক্ষিণ পাশে তুরাগ নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে বেলা ১১টার দিকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অকালে দুই শিশু সন্তান হারিয়ে পাগল প্রায় তাদের মা-বাবা। এলাকায় বিরাজ করছে শোকাতুর পরিবেশ।
চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম জানান, চাঁদপুরের হাজীগঞ্জে খেলতে গিয়ে সাইদুল (৬) ও আতিয়া ইসলাম (৩) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে সাঈদুল হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ে ভাড়া বাড়ির পাশের পুকুরে ও আতিয়া উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচুই গ্রামের নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাইদুল চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।
সাইদুলের বাবা রানা জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামলে সাইদুল ডুবে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অপরদিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে। এ সময় শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।