গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গাজীপুর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল গাজীপুরে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কাউন্সিলররা প্রত্যক্ষ ভোটে ফজলুল হক মিলনকে সভাপতি ও শাহ রিয়াজুল হান্নানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন। পরে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জামা দেওয়া হলে ওই কমিটি আজ সোমবার অনুমোদন করা হয়।
১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন সভাপতি ফজলুল হক মিলন, সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, হুমায়ুন কবির সরকার, অ্যাডভোকেট সোলাইমান দর্জি, সাখাওয়াত হোসেন সবুজ, আশরাফী হাবিবুল্লাহ্, রফিজুল ইসলাম, ফজলুল হক নয়ন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ইজাদুর রহমান মিলন, আ ন ম ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট মোস্তফা কামাল, করিম বেপারী, ফজলুল হক মুসল্লি, ইসমাইল মোল্লা, শেখ আ. রাজ্জাক, সামসুল আলম সরকার, মোখলেছুর রহমান মাস্টার, ফরিদা জাহান স্বপ্না ও হযরত আলী মিলন।
সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আহসান মিন্টু, শাহজাহান চঞ্চল, আফজাল হোসেন, এমদাদ হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আফাজ উদ্দীন প্রধান, আজগর হোসেন খান।
সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান টিটু, হারুন অর রশীদ দেওয়ান, শহীদুল ইসলাম, ফরহাদ হোসেন। কোষাধ্যক্ষ ইসলাম উদ্দীন, প্রচার সম্পাদক রাশেদুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী, প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মমতাজ বেগম।
যুববিষয়ক সম্পাদক সাইজ্জউদ্দীন, ছাত্রবিষয়ক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, শ্রমবিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দীন মৃধা, কৃষিবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ভুঁইয়া মানসুর, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুতফর রহমান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আলহাজ গুলজার হোসেন মোল্লা, অর্থনীতিবিষয়ক সম্পাদক সাইফুল হক মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ (কালিয়াকৈর পৌর)। পরিবেশবিষয়ক সম্পাদক মো. মেজবাহ উদ্দীন মেজবাহ, শিশুবিষয়ক সম্পাদক আবেদুর রহমান খোকন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবাদুল্লাহ শেখ দুলাল, ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান মোল্লা, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোরশেদ আলম মিন্টু, তাঁতিবিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক সোলায়মান মোল্লা।
সহকোষাধ্যক্ষ মাহবুব হাসান সবুজ, সহদপ্তর সম্পাদক আবু সাঈদ আকন্দ, সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, সহপ্রচার সম্পাদক বদিউল আলম বাদল, সহমুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক দেওয়ান মো. জসীম উদ্দিন, সহপ্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিম, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট সোহেল গাজী, সহমহিলাবিষয়ক সম্পাদক ইরানী সরকার, সহযুববিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোড়ল।
সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোফাজ্জল হক, সহছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ সরকার, সহশ্রমবিষয়ক সম্পাদক এরশাদ হোসেন, সহকৃষিবিষয়ক সম্পাদক শরিফ ছিদ্দিক, সহধর্মবিষয়ক সম্পাদক মন্টু পিটার রোজারিও, সহধর্মবিষয়ক সম্পাদক অরুণপ্রসাদ মজুমদার, সহপরিবেশবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সরকার, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক লুতফর রহমান বেলাল, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার।
নির্বাহী সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, হুমায়ুন কবির খান, প্রফেসর রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইদুল আলম বাবুল, মজিবর রহমান, ওমর ফারুক শাফিন, ড. রফিক ই মুহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজীজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, হুমায়ুন মাস্টার, শাহজাহান ফকির, হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, আ. মোতালেব, অ্যাডভোকেট কাজী খান, আবু তাহের মুসল্লি, আরমান মাস্টার, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, আক্তারুল আলম মাস্টার, পারভেজ আহমেদ, জয়নাল আবেদীন রিজভী, খালেকুজ্জামান বাবলু, সেরাজিস সালেকিন, বিল্লাল বেপারী, ইব্রাহীম প্রধান, রিয়াজুদ্দীন, ফকির মমতাজ উদ্দীন (রেনু), এমদাদ মুসল্লি, ব্যারিস্টার ফজলুল করিম মণ্ডল জুয়েল, লুৎফর রহমান, ইমরুল কায়েস, মো. ওসমান আলী, ডা. ক্যাপ্টেন (অব.) আব্দুস সালাম আকন্দ, শামসুদ্দীন সিকদার, আসাদুজ্জামান আসাদ, মো. মেহেরুল ইসলাম বকসী (মুরাদ), শাহাবুদ্দীন (ভাওয়াল গড়), মোবারক হোসেন শাওন, সবুর সরকার, বজলুর রশীদ নয়ন, আব্দুল বাসেত বাচ্চু, নাজিম বেপারী, খন্দকার বাবুল আহমেদ, দেওয়ান হাবিবুর রহমান, ফকির ইস্কান্দার আলম (জানু), জয়নাল আবেদীন শেখ, নায়েবুর রহমান মাসুদ, আলমগীর হোসেন স্বপন, আবুল বাশার, নেসার আহমেদ নুহু, হান্নান মোল্লা, সাইফুল ইসলাম বাদল, বাবুল হোসেন খান, মাসুম সরকার, মো. হান্নান মিয়া, মহসীন আলম রিটন, দিদারুল ইসলাম পাভেল, অ্যাডভোকেট মতিউর রহমান, সাফায়েত হোসেন আকন্দ, শওকত ইমরান, সিরাজ উদ্দীন শেরু, শহীদুল ইসলাম আকন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, শাহজাহান সিরাজ, আব্দুল বারী (বারেক), মো. আওলাদ, রহিমা বেগম ও রহিম সরকার।