গার্ডারচাপায় নিহতদের বাড়ি জামালপুরে চলছে শোকের মাতম
রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় নিহতের ঘটনায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার একটি প্রাইভেটকারের ওপর পড়ে।
এ সময় প্রাইভেটকারে থাকা দুই শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে চার জনের বাড়ি জামালপুরে। নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ফজলুল করিমের দুই মেয়ে ফাহিমা (৩৫) ও ঝর্ণা (২৮)। ঝর্ণার মেয়ে জান্নাতুল (৬) ও ছেলে জাকারিয়াও (২) নিহত হয়। এ ছাড়া ফাহিমার মেয়ে রিয়া মনির শ্বশুর মেহেরপুরের বাসিন্দা মো. রুবেলও (৫০) নিহত হয়েছেন। ঢাকায় নিহত ফাহিমার মেয়ে রিয়া মনির বিয়ের বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমার বাবার বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামে আর ঝর্ণার শ্বশুরবাড়ি মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামে পরিবার ও স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনরা মরদেহ বাড়িতে আসার অপেক্ষা করছে।