গার্ডার পড়ে ৫ প্রাণহানির ঘটনায় ক্রেনচালকসহ গ্রেপ্তার ৯
রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় একই পরিবারের পাঁচজন মৃত্যুর ঘটনায় ক্রেনচালকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত হন তাঁরা। । আজ বুধবার ঘটনায় জড়িত ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
আ ন ম ইমরান খান বলেন, ‘রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ক্রেনচালক ও সহকারী এবং নিরাপত্তায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। তবে, র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।