গাড়িচালক অসুস্থ, তাই করোনার নমুনা সংগ্রহও বন্ধ!
ঝিনাইদহে আজ থেকে তিন দিন করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে না। কারণ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঝিনাইদহের নমুনা পরীক্ষা হয় কুষ্টিয়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গাড়িতে করে প্রতিদিন সেই নমুনা পাঠানো হয়। কিন্তু গাড়িচালক অসুস্থ হয়ে তিন দিন ছুটি নেওয়ায় সেই কাজ ব্যাহত হবে। তবে জরুরি প্রয়োজনে শুধু সদর হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট অব্যাহত থাকবে।
জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আজ বুধবার বিকেলে এনটিভি অনলাইনকে এ ব্যাপারে বলেন, ‘আজ থেকে তিন দিন (২১, ২২ ও ২৩ জুলাই) কুষ্টিয়ায় নমুনা পাঠানো যাচ্ছে না। তাই এ তিন দিন নমুনা সংগ্রহ করা হবে না।’
এর কারণ হিসেবে সিভিল সার্জন উল্লেখ করেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া গাড়ির চালক অসুস্থ হয়ে ছুটি নিয়েছেন। তাই নমুনা পাঠানো যাচ্ছে না। তবে জরুরি প্রয়োজনে শুধু সদর হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট অব্যাহত থাকবে।’
এদিকে জেলায় করোনায় আক্রান্তের হার উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা ও উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি আছে ৮৭ জন। করোনায় সদর হাসপাতালে ছয়জনসহ সাতজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছে। সরকারি হিসাবে, এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের। আক্রান্ত হয়েছে ছয় হাজার ৭৪২ জন। সুস্থ হয়েছে চার হাজার ছয়জন।
গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া এখনো কমপক্ষে ৮০০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকে না বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মো. জাহাঙ্গীর হোসেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদ বলেন, কয়েক দিনে মৃত্যুর সংখ্যা কম থাকলেও ঈদের আগের দিন গতকাল মঙ্গলবার থেকে বেড়ে গেছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে করোনা পজিটিভ নিয়ে মারা গেছে ছয়জন। এ সময়ে উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। ঈদে স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ না করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে আজও ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশিরা দেশে ফিরেছে। খালিশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আসা একজন নারীসহ পাঁচজনকে আটক করেছে তারা।