গাড়ি থেকে পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাই
রাজধানীতে পরিকল্পনা কমিশন থেকে বের হয়ে নিজের মুঠোফোনে কথা বলতে বলতে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গাড়ির কাচ খোলা ছিল। হঠাৎ এক ছিনতাইকারী পরিকল্পনামন্ত্রীর মুঠোফোনটি ছিনিয়ে দৌঁড়ে পালান। ঘটনা গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের।
আজ মঙ্গলবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সেলিমুজ্জামান বলেন, ‘রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রোববার রাতেই এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এ ঘটনাটি গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের অন্য ইউনিটগুলো একযোগে কাজ করছে। তবে এখনও মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।’
এ ঘটনার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘স্যারের (পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান) বডিগার্ডের বক্তব্য অনুযায়ী, নভোথিয়েটারের উল্টা পাশ থেকে ছিনতাইকারী মুঠোফোনটি নিয়ে তেজগাঁওয়ের দিকে চলে যায়। সে সময় টিপটিপ বৃষ্টিও হচ্ছিল। সন্ধ্যা বলে অন্ধকারও ছিল। আমরা ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। কিন্তু মুশকিল হচ্ছে ওই স্থান থেকে ছিনতাই করে পালিয়ে দৌঁড়ানোর কোনো ফুটেজ পাচ্ছি না। আমরা আমাদের সম্ভাব্য সব ভাবে চেষ্টা করে যাচ্ছি।’