গুদামে ১৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য রয়েছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংসদে বলেছেন, ৮ জানুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ১৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য রয়েছে।
গতকাল বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মোট খাদ্যশস্যের মধ্যে তিন লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম, ১৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন চাল ও এক হাজার ৩৮১ টন ধান রয়েছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে সরকারের ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ভারত, ভিয়েতনাম ও মায়ানমার থেকে জিটুজি পদ্ধতিতে তিন লাখ ৭৭ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা নিয়েছে সরকার।’