গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই : মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে বসেছি। গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। তাদের প্রতি কীভাবে আমরা সহানুভূতি প্রকাশ করব, তার ভাষাও আমাদের কাছে নেই। গুম করে নির্যাতন এমনকি থানায় জিডি পর্যন্ত করতে দেয়নি, এই বিষয়গুলো আর গোপন থাকেনি। গুম হওয়া পরিবারের কান্নায় আমরা ভাষাহীন।
গুলশানে লেকসোর হোটেলে সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে ‘ইলিয়াস আলীসহ সকল গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’শীর্ষক এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপির ৬শ’র অধিক ‘গুম’হওয়ার ওপর একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে আমাদের জনগণের কাছে এটা পরিষ্কার যে, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে, বর্তমানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। এই কান্নার শেষ দেখতে হলে, এই সরকারকে বিদায় করতে হবে। তা করতে হলে এদেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক জনগণ, ব্যক্তি, দলকে ‘সরকার হটানোর ইস্যুতে’ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে এদেশে কারো কান্না থামবে না।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সম্প্রতি প্রকাশিত আমেরিকার মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে পুঙ্খানুপুঙ্খরুপে প্রকৃত সত্য ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। অনেক মন্ত্রী বলেন, এই রিপোর্টের সাথে বাস্তবতার অনেক তফাত। আমি তাদের সাথে একমত, এই রিপোর্টের সাথে বাস্তবতার তফাত এই কারণে যে; বাস্তবতা হচ্ছে আরও কঠিন, বাস্তবতা হচ্ছে আরও বেশি ঘটনা। এই রিপোর্ট দেখলে বুঝতে পারি, সরকার কোনো কিছু ধামাচাপা দিয়ে রাখতে পারিনি।