গুলশানে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ধাক্কায় উল্টাল সিএনজি
রাজধানীর গুলশানে দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তার উল্টে যায় পাশের আরেকটি সিএনজিচালিত অটোরিকশা। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে গুলশান-২ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত সিএনজিচালক শহিদ মাদবরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। দেখা হচ্ছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ।’
স্থানীয়দের বরাত দিয়ে ইমরান হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের একটি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। লাল রঙের একটি প্রাইভেটকার পাকিস্তান দূতাবাসের দিক থেকে গুলশান-২ নম্বরের দিকে যাচ্ছিল। সে সময় সাদা রঙের একটি প্রাইভেটকার সেখানে ইউটার্ন নিচ্ছিল। সে সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সাদা রঙের গাড়িটি সিএনজির পেছনে গিয়ে ধাক্কা মারে। এতে সিএনজিটি রাস্তার উপর উঠে উল্টে যায়। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইমরান হোসেন আরও বলেন, ‘প্রাইভেটকার দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিএনজিচালিত অটোরিকশাচালক শহিদ আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। এ ঘটনার সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’