গুলিস্তানের বিস্ফোরণ কেড়ে নিল ২ খালাতো ভাইয়ের প্রাণ
রাজধানীর গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণ কেড়ে নিল দুই খালাতো ভাইয়ের প্রাণ। মানসুর হোসাইন ও আল আমিন নামে দুই ভাইয়ের মধ্যে মানসুর ওই এলাকার একটি মশারির দোকানে কাজ করেন। আর আল আমিন গিয়েছিলেন বেড়াতে। ঘটনার সময় তারা নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি ভবনটির কাছে একটি দোকান থেকে কিছু কিনছিলেন। শেষ অবধি বিস্ফোরণ প্রাণ হারাণ তারা।
মানসুর ও আল আমিনের স্বজন সোহেল মিয়া বলেন, ‘মানসুর (৪২) ফুলবাড়িয়া মশারির দোকান করে, বাড়ি চাঁদপুরের মতলবে। আল আমিন ও মানসুর দোকানের পার্টস কিনতে তারা ওই মার্কেটে যায়, বিস্ফোরণে দেয়াল ধসে তাদের ওপর পড়ে। দেয়ালের চাপায় তাদের মৃত্যু হয়।’
গুলিস্তানের ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে। কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে বলে ধারণা উদ্ধার ও চিকিৎসা সংশ্লিসষ্টদের। এ ঘটনায় আহত অর্ধশতাধিক।