গুলিস্তানে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি ওই ভবনটির দ্বিতীয় তলায় আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌঁনে ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন। এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয়েছে। লোকজন বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে। এদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন স্থানীয়রা। তবে, কী কারণে এই বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বংশাল থানার পক্ষ থেকেও স্থানীয়দের বরাতে একই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকট আওয়াজের বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁঁয়ায় ছেঁঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরা বহু দূর ছিটকে পড়ে। এতে অনেকে আহত হন। গুরুতর আহতও আছেন।
বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গুলিস্তানের একটি ভবনে বিস্ফোরণের খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে—এসি থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আমাদের টিম গেলে নিশ্চিতভাবে বলা যাবে। তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।’
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের পাঁচটি টিম সেখানে কাজ করছে। হতাহতের সংখ্যা ও বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়।’