গুলিস্তানে বিস্ফোরণ : আহতদের পাশে বিএনপিনেতা ডা. রফিক
রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
আজ বুধবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডা. রফিক। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসাবিষয়ক যাবতীয় খোঁজ-খবর নেন।
এছাড়া হতাহতদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন ডা. রফিক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা।