গুলিস্তানে সড়ক বিভাজক ভেঙে পথচারীর প্রাণ নিল বাস
রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক (রোড ডিভাইডার) ভেঙে ফেলেছে। এ সময় বাসটির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন মিয়া বলেন, ‘শ্রাবণ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, ওই নিহত ব্যক্তির নাম এখনও জানা যায়নি।’
সালাউদ্দিন মিয়া আরও বলেন, ‘বাসটিকে আমরা জব্দ করেছি। এ ব্যাপারে সড়ক পরিবহণ আইনে মামলা করা হবে। বাসটির চালক পালিয়ে গেছেন। আমরা তাকে আটক করার চেষ্টা করছি।’
এর আগে গত মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহণের একটি বাস সড়ক বিভাজক ভেঙে অন্যপাশে থাকা মাইক্রোবাসের ওপর উঠে যায়। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।