গৃহহীনদের ঘর দেখতে গিয়ে এলাকাবাসীর হামলায় ইউএনওসহ আহত ৭
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুরে সরকারি খাস জমিতে গৃহহীনদের জন্য ঘরের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে হামলায় আহত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাত জন। আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সরকারি খাস জমিতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ পরিদর্শনে যান ইউএনও আশিকুর রহমান চৌধুরী। সেই জমি নিজেদের দাবি করে এলাকাবাসী মানববন্ধন করে। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন তাদের মানববন্ধন করতে নিষেধ করেন। এলাকাবাসী বিষয়টি মেনে না নিয়ে তাঁদের উপর হামলা করে। হামলায় ইউএনওসহ তাঁর সঙ্গে থাকা তিন আনসার সদস্য, ইউএনওর সিএ, গাড়িচালক ও ঘর নির্মাণের ঠিকাদার আহত হন। আহতদের মধ্যে ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলাম না। ইউএনও স্যারের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় ইউএনও স্যারের গাড়ি ভাঙচুরসহ স্যারের কপাল থেকে রক্ত পড়তে দেখি। পরে তাঁকে সেখান থেকে দ্রুত গাড়িতে করে পাঠিয়ে দিই।’
চেয়ারম্যান জানান, স্থানীয় কিছু মানুষ আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত জমি তাদের ব্যক্তি মালিকাধীন বলে দাবি করে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। এরই মধ্যে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ শুরু করে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজকে ইউএনও ঘর নির্মাণের কাজ পরিদর্শনে যান। পরিদর্শনে যাওয়ার পর তাদের সঙ্গে এলাকাবাসীর ঝামেলা তৈরি হয়।
এ বিষয়ে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের পরিদর্শনে যাওয়ার পর স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তাঁরা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি এখন জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে রয়েছি।’
এই ঘটনায় এলাকার মহিলাসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এই খবর পাওয়ার পর পরই ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।