গোলাম ছারোয়ার মিলন আবারও ফিরলেন জাপায়
মানিকগঞ্জে এরশাদ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম ছারোয়ার মিলন বিকল্প ধারা থেকে আবারও জাতীয় পার্টিতে যোগদান করেছেন। আজ মঙ্গলবার দুপুরে সিংগাইর উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তাঁর যোগদানের কথা জানান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে আগামীতে ইস্পাত কঠিন হয়ে জাতীয় পার্টি (জাপা) ঐক্যবদ্ধভাবে এক হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। দলে থাকবে না কোনো বিভেদ ও বিভক্তি।’
এ সময় জাপার (রওশন এরশাদ) কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ গোফরান ও ইকবাল হোসেন রাজু, নির্বাহী সদস্য আজিজ চৌধুরী প্রমুখ।
পরে একই স্থানে স্থানীয় জাতীয় পার্টির এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। গোলাম ছারোয়ার মিলন এরশাদের শাসনামলে জাপার শিক্ষা উপমন্ত্রী থাকলেও পরে তিনি বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন। বিকল্প ধারা থেকে পুনরায় তিনি জাতীয় পার্টিতে যোগ দিলেন।