গোপালগঞ্জে আগুনে পুড়ল এজেন্ট ব্যাংকের শাখাসহ আট ব্যবসা প্রতিষ্ঠান
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে এজেন্ট ব্যাংকের একটি শাখাসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পাটকেলবাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন অগ্নিদগ্ধসহ দুইজন আহত হয়েছে। অগ্নিকাণ্ডে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাত সাড়ে ১০টার দিকে পাটকেলবাড়ী বাজারের নিপেশ গোলদারের পেট্রলের দোকানের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা, মুদি দোকান, সার-কীটনাশক, টেইলার্সসহ আটটি দোকান পুড়ে যায়। আগুনে দোকান ও মালামাল ছাড়াও প্রায় দুই লাখ নগদ টাকাও পুড়ে যায়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে পেট্রলদোকানের মালিক নিপেশ গোলদার (৪০) অগ্নিদগ্ধ হন এবং অপর এক যুবক আহত হন।
দগ্ধ নিপেশ গোলদারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকাণ্ডে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।