গোপালগঞ্জে এক লাখ মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই কর্মসূচির উদ্বোধন করেন।
গোপালগঞ্জের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার ৬৭টি ইউনিয়নে একযোগে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালানো হয়।
পাশাপাশি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে পাঁচ হাজার মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।