গোপালগঞ্জে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সদর উপজেলায় একজন ও মুকসুদপুর উপজেলায় দুইজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। করোনায় তিনজনের মধ্যে সদর উপজেলায় একজন ও মুকসুদপুর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে বনগ্রামে এক সাবেক সেনা সদস্য ও বলাকইড় গ্রামের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার আবু সুফিয়ান জানান, গতকাল রোববার দুপুর ১টার দিকে বনগ্রামে করোনা উপসর্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মালেক চৌধুরী (৭০) ও শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বলাকইড় গ্রামের নজরুল ইসলাম (৭০) মারা যান।
মৃত নজরুল ইসলাম খুলনা বিআইডাবলুটিসিতে চাকরি করতেন। করোনার উপসর্গ নিয়ে তিনি কর্মস্থল খুলনা থেকে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বলাকইড় গ্রামের বাড়িতে আসেন।