গোপালগঞ্জে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কায় নিহত ১
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা লেগে বাসটি দুমড়ে-মুচড়ে বিদ্যুত বিশ্বাস (৫০) নামে ম্যানেজিং কমিটির এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসে থাকা ৩৫ জন শিক্ষার্থী। আহতদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুরে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বিদ্যুত বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গোকুলচন্দ্র বিশ্বাসের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, তিনটি বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের পাশে শেখ রাসেল শিশু পার্কে শিক্ষা সফরে এসেছিল। পরে রাতে ফেরার পথে বহরের পিছনে থাকা ছেলে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস অন্য দুটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ৩৬ জন শিক্ষার্থী আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।