গোপালগঞ্জে ঘরের বেড়া কেটে শিশু চুরি
গোপালগঞ্জে বসতঘরের বেড়া কেটে আড়াই বছরের কন্যাশিশু মণীষা সরকারকে চুরির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক রাত ১টা থেকে ২টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মণীষা বাটিকামারী গ্রামের প্রদীপ সরকার ও বীণা সরকার দম্পতির ছোট মেয়ে। এ দম্পতির পিয়াসা নামের ১২ বছর বয়সের আও একটি মেয়ে রয়েছে।
খবর পেয়ে আজ সোমবার দুপুরে কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের এএসপি সার্কেল শাহীনুর চৌধুরী, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অবু বকর মিয়াসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মণীষার মা-বাবা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন।
মণীষার মা বীণা সরকার বলেন, ‘রাতে আমি ও আমার স্বামী একটি খাটে মণীষাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। অন্য খাটে আমার বড় মেয়ে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে জেগে দেখি আমার ছোট মেয়ে নেই। পাটকাঠির বেড়ার দড়ির বান্ধন কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছে। আমাদের সিন্দুক তছনছ করেছে। সেখানে সামান্য টাকা ও সোনা ছিল। এগুলো নিয়ে গেছে। এছাড়া একটি মোবাইল ফোন নিয়েছে। রাতে দুর্বৃত্তরা প্রতিবেশী উজ্জ্বল মালোর ঘরে সিঁধ কেটেছে এবং রনজিৎ সরকারের ঘরের পাটকাঠির বেড়া কেটেছে। তবে তাদের ঘরের কিছু খোয়া বা চুরির ঘটনা ঘটেনি। আমি আমার মেয়ের চিন্তায় ভেঙে পড়েছি। তাকে খুঁজে বের করে আমার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘রাতেই আমাদের বিষয়টি জানানো হয়। তখনই আমি পুলিশ পাঠাই। আজ দুপুরে এএসপি (সার্কেল) ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। চুরি যাওয়া শিশুটি উদ্ধারে আমরা মাঠে নেমেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।