গোপালগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতির পিতার সমাধি ও এর আশপাশ এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য নির্দেশনার মধ্যে আছে—নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখা, কোরআন খতমের ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভা মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান, ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।