গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে দুজনের মৃত্যু
গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মোচড়া এলাকার রেল লাইনের ওপর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে ট্রেনে কাটাপড়ে তারা মৃত্যুবরণ করেছেন বলে পুলিশ ধারণা করছে। জিআরপি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের ওমর আলী মোল্লার ছেলে টমাস মোল্লা (২৯) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের গোলাম হোসেন মোল্লার ছেলে মো. সবুর হোসেন মোল্লা (৪০)।
রাজবাড়ী জিআরপি পুলিশের ইপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ট্রেনে কাটাপড়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতে ট্রেনে কাটাপড়ে তারা মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, খোঁজ নিয়ে জানতে পেরেছি; রেললাইনের পাশের জলাশয়ে তারা দুজন রাতে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে তারা একপর্যায়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজতে শুরু করে।
এদিকে স্থানীয়রা রেললাইনের ওপর ওই দুজনের কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে জিআরপি পুলিশ গিয়ে আজ দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।