গোপালগঞ্জে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে শান্তি বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদের উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বাটিকামারী গ্রামের চান্দারায়ের ঝোপ জঙ্গলের ডোবা থেকে গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূ বাটিকামারী গ্রামের আলী চাপরাশির স্ত্রী। শান্তি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শান্তি বেগমের স্বামী আলী চাপরাশি বলেন, ‘গত শুক্রবার ভোরে আমার স্ত্রী নিখোঁজ হয়। পরদিন আমি মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘ওই নারীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মায়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে। তারপর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।