গোপালগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জের আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে তিনটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে মাগুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নয়ন মোল্লা, মো. মিন্টু মিয়া, ইমরুল হাসান আনিস ও মোস্তফা মোল্লা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি গোপালগঞ্জ শহর থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এমন কয়েকটি অভিযোগে তদন্তে নামে সদর থানা পুলিশ। পুলিশের আধুনিক প্রযুক্তির সহায়তায় মাগুরা সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা চোরচক্রের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তিতে পুলিশ চোরাইকৃত তিনটি মোটরসাইকেল জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের আজ গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।