গোপালগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে শনাক্ত ৪৪ শতাংশ
করোনা সংক্রমণ ও বিস্তার রোধে গোপালগঞ্জ জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। নয় দিনের সর্বাত্মক লকডাউনের আজ বুধবার ছিল দ্বিতীয় দিন। এ দিনে করোনা শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ২১ শতাংশ।
জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। শহরের দোকানপাট, বিপণিবিতান বন্ধ রয়েছে। তবে সকালে কিছু কিছু দোকানপাট খোলা থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা প্রশাসনকে সহযোগিতা করছে।
জনসাধারণকে করোনার বিষয়ে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে।
এ লকডাউনে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার জনসাধারণের চলাচলসহ সার্বিক কাজকর্ম ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক ও লরি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে।
জেলায় সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪২ জনের। শনাক্তের হার ৪৪ দশমিক ২১ শতাংশ।