গোপালগঞ্জে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
গোপালগঞ্জে বজ্রপাতে মো. হায়াত শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলার নিজড়া গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত হায়াত শেখ নিজড়া গ্রামের মৃত হিঙ্গুল শেখের ছেলে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ. এম. জসিম উদ্দিন জানান, বিকেল সোয়া ৪টার দিকে মো. হায়াত শেখ নৌকা নিয়ে বাড়ির পাশে জমিতে শাপলা তোলার সময় মেঘলা আকাশে হঠাৎ করে বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে হায়াত শেখ অচেতন হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নিকট আত্মীয়-স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার ব্যবস্থা করা হয়।