গোপালগঞ্জে শিক্ষার্থীদের চোখের দৃষ্টিশক্তি যাচাইয়ে শিক্ষকদের প্রশিক্ষণ
গোপালগঞ্জে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের চোখের দৃষ্টিশক্তি যাচাইয়ের জন্য টেস্টিং সাইট স্কুল প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেন গোপালগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলার ৩৮টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষক।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতালটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে স্কুল পর্যায়ে চোখের দৃষ্টিশক্তি যাচাইয়ে শিক্ষকদের প্রশিক্ষণ এটিই প্রথম বলে জানান হাসপাতাটির পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী।