গোপালগঞ্জে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা
হত্যাকাণ্ডের জেরে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে পাঁচটি বাড়িঘর লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকণ্ড ও মালামাল ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এম এ রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বসে এলাকার কয়েক যুবক মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। এদের মধ্যে হাসান শেখ ও টিটু সরদারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিটু সরদারের চাচাতো ভাই কবির সরদার ঠেকাতে গেলে হাসান শেখ ধারালো অস্ত্র দিয়ে কবির সরদার ও টিটু সরদারকে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কবির সরদারের স্ত্রী লিমা খানম ১০ জনের নাম উল্লেখ্য করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এ হত্যাকাণ্ডের জের ধরে নিহত কবির সরদারের সমর্থকরা অভিযুক্ত হাসান শেখের বাড়ি ও হাসানের পক্ষের ইলিয়াস শেক, রুহুল শেখ, কিবরিয়া শেখসহ চারটি বাড়িতে লুটপাট চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।