গোপালগঞ্জে ৩৯৬ জনকে আসামি করে মামলা
গোপালগঞ্জে টেম্পু স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশকে আহত করা ও আইনি কাজে বাধা দেওয়ায় একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলায় ৯৬ জনের নাম উল্লেখ এবং ঘোষেরচর, মানিকদাহ ও হরিদাসপুর গ্রামের ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জ শহরের কাঁচা বাজার সংলগ্ন টেম্পু স্ট্যান্ডের আধিপত্য নিয়ে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ চরম আকার ধারণ করে। গত রোববার (১৮ এপ্রিল) সকালে উভয় গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সেন্টু শেখ, মানিক কাজীসহ চারজনকে আটক করে। এরই জের ধরে উভয় পক্ষ ওই দিন বিকেল ৩টার দিকে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে স্বল্প সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে প্রায় ৫০ জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে।
এ সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২২জনকে আটক করে ওই দিন রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস আই) আইয়ুব আলী জানান, আটক ২২ জনই এ মমলার আসামি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।