গোয়েন্দা পুলিশের হেফাজতে কিশোরগঞ্জের সেই চিকিৎসক
কিশোরগঞ্জ থেকে নিখোঁজ চিকিৎসক মির্জা নূর কাউসার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দ শাখার প্রধান হারুন অর রশিদ রবিবার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। ডা. কাউসারের বাবার সাথে ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না বা কেউ তাকে অবহিত করেনি। ডা. মির্জা নূর কাউসারের শ্যালক আমিনুর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
এর আগে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকায় সমবায় মার্কেটের দোতলায় অবস্থিত মেডিক্স কোচিং সেন্টার থেকে একদল অজ্ঞাত পরিচয়ের লোক তাকে ডেকে নিয়ে যায়। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ডা. মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। ডা. কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তার স্ত্রী ডা. শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।